14 January 2019

শরীয়তপুরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, পুলিশের দাবি ডাকাত সদস্য


জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধেদুইজন নিহত হয়েছেননিহতরা ডাকাত সদস্য বলে দাবি করেছে পুলিশরোববার দিবাগত রাত ৩টার দিকে এই বন্দুকযুদ্ধেরঘটনা ঘটেএ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়

বন্দুকযুদ্ধেনিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সূর্যমনি গ্রামের সেকান্দার আলী আকনের ছেলে জাহাঙ্গীর আকন (৪০) ও রাজৈর উপজেলার বাসিন্দা আরশাদ আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩২)

পালং মডেল থানা পুলিশ দাবি করে, শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হচ্ছিলগোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের ডিবি পুলিশ এবং পালং মডেল থানার পুলিশ যৌথভাবে সেখানে যায়

এসময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে বলে দাবি করা হয়পরে পুলিশও পাল্টা গুলি ছোড়েএক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে ডাকাত জাহাঙ্গীর ও রাসেলকে মৃত পড়ে থাকতে দেখে পুলিশপরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাপাতালের মর্গে পাঠানো হয়

এদিকে গোলাগুলিতে শরীয়তপুর ডিবি পুলিশের এএসআই সোহাগ, পালং মডেল থানার এসআই জহির, কনস্টেবল রাসেল এবং কনস্টেবল মোঃ মাসুম শেখ আহত হন বলে দাবি করা হয়

পালং মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্যদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: