স্বদেশবার্তা ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় জীবন রক্ষায় সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে রুলে রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনা নিহত মাইলস্টন শিক্ষার্থী ফাইজা তাহসিনাসহ ৫ পরিবারকে ৫০ লাখ টাকা জরিমানা কেন দেওয়া হবে না সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে।
সবিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি রিটের শুনানি শেষে এ রুল জারি করেন।
ওই শুনানিতে মাইলস্টনের শিক্ষার্থী ফাইজা তাহসিনাসহ ৫ পরিবারকে ১৫ দিনের মধ্যে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। ১৯ এপ্রিলের মধ্যে এই পাঁচ ঘটনায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা আদালতকে জানাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: