07 April 2019

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক প্রতিযোগিতার জন্য অনুমতির প্রয়োজন নেই

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোনও ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনও অনুমোদনের প্রয়োজন নেই।

শনিবার ট্রাস্টের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং মোট ৫০ হাজার ২০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আগের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন উপকমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় অন্যদের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, রাদোয়ান মুজিব সিদ্দিক ববি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, নূর-ই-আলম লিটন চৌধুরী ও সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্রঃ বাসস।


শেয়ার করুন

0 facebook: