বুধবার বেলা সাড়ে ১২ টা থেকে দের টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলার নিমতলা-তালতলা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজদিখানের মার্কাস মসজিদ থেকে সন্তোষপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার পাশে ৩ সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এ সময় ওলামে কেরাম মুরব্বি পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন, মুসলমানদের ঈমান-আকিদা হেফাজতের জন্য ভ্রান্ত সাদ পন্থীদের আগামী ২২, ২৩, ২৪ আগষ্ট জেলার টংগীবাড়িতে ইজতেমা বন্ধের জন্য এই মানববন্ধন।
এ সময় তিনি আরো বলেন, ডিসি এসপি সাহেবদের নিকট আমরা যাব যাতে তাদের অনুমতি না দেন। যদি দেন তাহলেও আমরা বন্ধ করে দিব। তাদের যদি কোন ঘটনা ঘটে সেটার দায় আমরা নিব না। তাই সরকারকে জানাতে ১০ সদস্যের একটি দল সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ধর্ম ও জীবন
0 facebook: