![]() |
তুর্কি সেনাবাহিনীর একটি বহরে সিরিয়ার বিমান হামলায় তিনজন নিহতের ঘটনায়, সিরিয়ার উপর বেজায় চটেছে তুরস্ক।
রাজধানী আঙ্কারায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ ক্যাভোসোগ্লু সিরিয়াকে উদ্দেশ্য করে বলেন, আগুন নিয়ে খেলা করবে না। এর পরিণতি ভালো হবে না। খবর আনাদোলু।
আমরা আমাদের সেনাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তাই করব। সোমবার সিরিয়ার ইদলিবে যাওয়ার পথে তুরস্কের একটি সেনাবাহিনীর বহরে হামলা চালায় বাশার আল আসাদের অনুগত বাহিনী।
এতে তিনজন নিহত এবং ১২ জন আহত হন। এ ঘটনার একদিন পর তুরস্ক এ প্রতিক্রিয়া জানাল। ২০১৮ সালের সেপ্টেম্বরে তুরস্ক ও রাশিয়া ইদলিবে যুদ্ধবিরতি ঘোষণা করে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরস্ক
0 facebook: