24 August 2019

জন্মাষ্টমীতে হিন্দুরা নিজেরাই নিজেদের তিন জনকে হত্যা করলো সাথে আহত ২৫ জন

ভেঙ্গে যাওয়া স্টাম্প পেড। ফাইল ফটো
আন্তর্জাতিক ডেস্ক।। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে গিয়ে কে কার আগে পুজো দেবে এটা নিয়ে পাড়া পাড়িতে তিনজন নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্শ্ববর্তী কচুয়ার একটি মন্দিরে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এদিন রাতে লোকনাথ ভক্ত পুরুষদের পাশাপাশি নারী ও যুবতীরা জন্মাষ্টমী উদযাপনের জন্য ওই মন্দিরে জড়ো হয়। ফলে সেখানে উপচে পড়ে যুবক আর কিশোরদের ভিড়। আর এই ভিড়ের মধ্যে মধ্যেই চলতে থাকে ঠেলাঠেলি, আর সেই ঠেলাঠেলি থেকে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়। সেইসঙ্গে ২৫ জনেরও বেশি আহত হয়।

এক কর্মকর্তা জানায়, জন্মাষ্টমী উদযাপনের জন্য গত রাতে কচুয়ার লোকনাথ ধাম মন্দিরের বাইরে সারিবদ্ধ হয়ে দীর্ঘ লাইনে পুরুষদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় যুবতি মেয়েদের। সেখানেই মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় ছেলদের ধাক্কাধাক্কিতে একটি বাড়ির প্রাচীর হঠাৎই ভেঙে পড়ে, আর তখনই আরও ঠেলাঠেলি শুরু হয় লোকনাথ ভক্তদের মধ্যে।

ঠেলাঠেলি ও ছোটাছুটির এক পর্যায়ে পদদলিত ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২৫ জনকে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কলকাতার দুটি হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারি বৃষ্টিপাত ও মানুষের ব্যাপক ভিড়ের কারণেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনার পর রাজ্য সরকার নিহতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের সাহায্যের জন্য এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন।


শেয়ার করুন

0 facebook: