ছবি। সুজন দাস অরপা ও তার ফেসবুক স্ট্যাটাস |
স্টাফ রিপোর্টার।। লোহাগাড়ায় পবিত্র ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুজন দাশ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ আগস্ট (শুক্রবার) দিনে উপজেলার আমিরাবাদ সুখছড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বাদী হয়ে সুজনের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করেন। (মামলা নং ১৬)
আটক সুজন দাশ লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের মৃত সুনিল দাশের ছেলে।
মামালা সূত্রে জানা যায়, সুজন দাশ অনেকদিন থেকে পবিত্র দ্বিন ইসলাম নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক Sujan Das Arpa আইডি থেকে আক্রমণাত্মক মিথ্যা কটূক্তিমূলক স্ট্যাটাস দিয়ে সামাজিক, রাষ্ট্রিয় ভাবমূর্তি নষ্ট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট করে আসছে। ধর্মীয় উস্কানিমুলক স্ট্যাটাসের কারণে এলাকার মুসলমান জনসাধারণের মাঝে উত্তেজনারও সৃষ্টি হয় বলে এজাহারে জানা যায়।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ সাইফুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন আটক সুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে ৭ দিনের রিমেন্ড চেয়ে ২৪ আগস্ট সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
ধর্মীয় বিদ্বেষ
হিন্দু সমাচার
0 facebook: