26 August 2019

আমেরিকার মিত্র সৌদির বিমানবন্দর ও বিমান ঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা

সৌদির আবহা বিমানবন্দর। ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবের আবহা বিমানবন্দর ও খামিস মুশত্যা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এসব হামলা চালানো হয়।

হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির বরাতে আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের ওই দুটি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার উত্তরের আবহা বিমানবন্দর থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটগুলোতে বিমান চলাচল করে। এ বিমানবন্দরটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানের মিত্র হুতিরা।

ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।

এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। জাতিসংঘ জানায়, গত চার বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ বেসামরিক লোক নিহত ও সাড়ে ১০ হাজারেরও বেশি আহত হয়েছেন।


শেয়ার করুন

0 facebook: