21 September 2019

ইহুদীবাদি সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈলের নির্বাচনে জয়ের ঘোষণা বিরোধী দলের বেনি গ্যান্তজের


আন্তর্জাতিক ডেস্ক।। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বার) ইহুদীবাদি সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈলের সাধারণ নির্বাচনে জয়ের ঘোষণা দিয়েছে ইসরাঈলের বিরোধী দল ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্তজ

বুধবার তেল আবিবে সমর্থকদের উদ্দেশ্য দেওয়া বক্তব্যে সে দাবি করে, পার্লামেন্টে ব্লু এন্ড হোয়াইট পার্টিই বৃহৎ দলে পরিণত হবে

এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতীয় ঐক্যের ডাক দিয়ে জোট সরকার গঠনের জন্য ডাক দেয়তবে তা প্রত্যাখ্যান করে বিরোধী নেতা গ্যান্তজ

ইসরাঈলে গত মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সমান সংখ্যক আসন পেয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একই স্থানে অবস্থান করছে ৬৯ বছর বয়সী বেনি গ্যান্তজ


শেয়ার করুন

0 facebook: