ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের
সীমান্তবর্তী ভারতের রাজস্থানের পোখরানে গোলা নিক্ষেপের মহড়া চলাকালে একটি ট্যাংক বিস্ফোরিত
হয়ে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।
গতকাল
বৃহস্পতিবার (৩১অক্টোবর) সীমান্তবর্তী ঐ এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয়
সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, পোখরানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা নিক্ষেপ
অনুশীলন চলছিল। পাকিস্তান সীমান্ত লাগোয়া পোখরান মরুভূমিতে এটিই ভারতীয় সেনার সবচেয়ে
পুরোনো ও বৃহত্তম অনুশীলন কেন্দ্র।
সেনা
সূত্রে জানা গেছে, ট্যাংক ফায়ারিংয়ের মহড়া চলছিল। মহড়ার সময় টি-৯০ ট্যাংকের ব্যারেলে
হঠাত্ বিস্ফোরণ ঘটে। এতে মারা যান ওই সেনা সদস্য। নিহতের পরিবারের কাছে তার মৃত্যু
সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে। এ এই ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: