10 February 2018

ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সৌদি নারী গ্রেফতার!


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের এক নারী এ্যাকটিভিস্টকে আটক করা হয়েছে তার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতেএখন তার পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন এএলকিউএসটি

সংগঠনটি বৃহস্পতিবার জানায়, সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকের কারাগারে দুই বছরের বেশি সময় ধরে তাকে আটক রাখা হয়েছেআল বালাওয়ি নামের ওই নারীকে ২৩ জানুয়ারি তাবুকের একটি থানায় রিপোর্ট করতে বলা হয়েছিল যে তিনি কেবল গ্রেফতার হয়েছেনকিন্তু তিনি বহু আগ থেকেই বিনাবিচারে আটক রয়েছেন। -খবর আল জাজিরা অনলাইনের

কর্তৃপক্ষ আল বালাওয়িকে তার সামাজিক যোগাযোগের মাধ্যমের এ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেনএমনকি ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের স্বাভাবিকতা নিয়ে দেয়া পোস্ট নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি ভিডিও ক্লিপে বালাওয়িকে বলতে শোনা গেছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হচ্ছে দখলদারিত্বকে মেনে নেয়া

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত পরিষ্কার, ইসরাইলকে আমরা কখনোই স্বীকৃতি দেব নাতাতে আমাদের যত মূল্য দিতে হোক না কেনইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে আরব দেশগুলোর তাতে কোন লাভ নেই সম্প্রতি ইসরাইল-সৌদি আরব সম্পর্কে উষ্ণতা দেখা গেছেরিয়াদ-তেল আবিবের মধ্যে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে

দেশটির সাইবার অপরাধ আইনে বালাওয়ির বিচার চলছেএতে তার পাঁচ বছরের জেল কিংবা আট লাখ ডলার জরিমান গুণতে হতে পারেএএলকিউএসটি বালাওয়ির নিশর্ত মুক্তির দাবি জানিয়েছে


শেয়ার করুন

0 facebook: