15 February 2018

সিলেটের কিন ব্রিজ থেকে পড়ে ২ কিশোরের মৃত্য



স্বদেশবার্তা ডেস্কঃ গতকাল বুধবার রাত ৯টার দিকে এই দুঃখজনক ঘটনা ঘটে। সিলেট নগরের কিন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, কিন ব্রিজের রেলিংয়ের ওপর অনেক সময় পথশিশুরা শুয়ে থাকে এবং বিশ্রাম নেয়। বুধবার রাতে হঠাৎ ব্রিজের রেলিং থেকে এরকম দুই কিশোর সুরমা নদীতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত এ দুই কিশোরের বয়স আনুমানিক ১৭-১৮ বছর হবে বলে তিনি জানান। তবে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি গৌসুল।

নিহতরা কিন ব্রিজের ওপর রিকশা ঠেলে জীবিকা নির্বাহ করতো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


শেয়ার করুন

0 facebook: