18 February 2018

খালি হাতে টয়লেট পরিষ্কার পরিষ্কার দিলে !


আন্তর্জাতিক ডেস্কঃ রাজনীতিতে নামলে হাতে ময়লা লাগবেই বলা হয়ে থাকেআর সেজন্য প্রস্তুত থাকতে হয়আক্ষরিকভাবেই একথা প্রমাণ করে ছাড়লেন বিজেপির এমপি জনার্দন মিশ্র

নিজের হাতে ময়লা লাগিয়ে দূর করলেন বেশ কদিন ধরে জমে থাকা ময়লাজয় করে নিলেন অসংখ্য মানুষের হৃদয়

ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় খাজুহা গ্রামের একটি সরকারি একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মিশ্রশিক্ষকদের কাছে স্কুলের সমস্যার কথা জানতে চানশিক্ষকরা তাকে জানান, স্কুলপড়ুয়ারা বেশ কিছুদিন হলো টয়লেট ব্যবহার করতে পারছে না

তিনি গিয়ে দেখেন প্যানের ভেতর মাটি  ও মল জমে টয়লেট বন্ধ গেছেজল যাচ্ছে না।  ফলে শিক্ষার্থীরা টয়লেট ব্যবহার করতে পারছে না

সঙ্গে সঙ্গে আস্তিন গুটিয়ে তিনি নেমে পড়েন টয়লেট পরিষ্কার করার কাজেতাও আবার খালি হাতেকোনো ধরনের পরিচ্ছন্নতা-সরঞ্জাম ছাড়াই

সংবাদ সংস্থা এএনআই টয়লেট পরিষ্কার করার একটি ভিডিও শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে শেয়ার করেএরপর এটি রীতিমতো ভাইরাল হয়ে যায়সূত্র: ভারতীয় সংবাদ মাধ্যম


শেয়ার করুন

0 facebook: