10 March 2018

লন্ডনে ইরানের দূতাবাসে হামলা


আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রাজধানী লন্ডনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরাএ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি অপরাধীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেছেন

শুক্রবার এ হামলার খবর শোনার পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেনতিনি ইরানি দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দিতে ব্রিটিশ পুলিশের প্রতি আহ্বান জানানএরমধ্যে কয়েকজন হামলাকারী আটক হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন

আরাকচির প্রতিবাদের পর ব্রিটিশ রাষ্ট্রদূত লন্ডন সরকারের পক্ষে ক্ষমা চেয়েছেনতিনি বলেছেন, দাঙ্গা পুলিশ দূতাবাস ভবনের ভেতরে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে


ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওপর ওঠে এবং তারা ইরানের জাতীয় পতাকা নিচেই নামিয়ে ফেলেহামলার সময় ব্রিটিশ পুলিশ দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয় নিব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ এক টুইটার বার্তায় হামলার ঘটনা নিশ্চিত করেছেনপার্সট্যুডে


শেয়ার করুন

0 facebook: