মুহম্মদ
তাজুদুর রহমানঃ মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এক হাজার ত্রাণ প্যাকেজ
সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট। বৃহস্পতিবার ২৮ জুন জেলা সদরের হাসানপুরে বন্যা দুর্গতদের
মধ্যে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।
এর আগে
শহরের সৈয়ারপুর, সদর
উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন এবং রাজনগরের কামরাচাক ইউনিয়নে মোট ১ হাজার মানুষের মধ্যে
১ হাজার প্যাকেজ ত্রাণ সহায়ত দেয়া হয়।
ত্রাণ
প্যাকেজ বিতরণে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এবং রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান
আজিজুর রহমান, সদস্য
সচিব শাহ মোহামম্মদ আলী শাহেদ,
সদস্য অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, হাসান
আহমদ জাবেদ, সৈয়দ
সলমান আলী, সজীব
হাসান, ইউএলও
কাওছার আহমদ ও যুব ইউনিট প্রধান কামরুল ইসলাম মুন্নাসহ যুব ইউনিটের সদস্যরা।
খবর বিভাগঃ
মৌলভীবাজার
সারাদেশ
0 facebook: