17 January 2019

চাঁদে চারা জন্মাল চীন, এবার চেষ্টা ফুলবাগান


আন্তর্জাতিক ডেস্কঃ চাঁদের মাটিতে জন্মাল চারাচীনের পাঠানো মহাকাশযানের বয়ে নিয়ে যাওয়া তুলার বীজ থেকে চারা জন্মানোর এই ঘটনা মহাকাশ গবেষণায় নিঃসন্দেহে এক অতি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছেওই মহাকাশযানের ভিতরে পাত্রে রাখা বীজ থেকে চারা জন্মানোর ঘটনায় মহাকাশবিজ্ঞানীরা উত্তেজিত

এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ৩ জানুয়ারি চীনের পাঠানো মহাকাশযান পৃথিবী থেকে চাঁদের সবথেকে দূরের স্থানে অবতরণ করেওই যানেই নিয়ে যাওয়া হয়েছিল তুলার বীজযা থেকে এবার জন্ম নিল চারাএর পরের লক্ষ্য ফুলের চারাএছাড়াও ওই যানে সর্ষে, আলু বা মাছির ডিম এই সবও নিয়ে যাওয়া হয়েছেক্রমে সেগুলো নিয়েও পরীক্ষা করা হবে

আসলে চীনের এই চ্যাং-ই ৪ মিশনের অন্যতম উদ্দেশ্যই হলো, কম অভিকর্ষের স্থানে শস্যের বীজ বা অন্য প্রাণের স্পন্দন ফোটানো সম্ভব কি না তা পরীক্ষা করে দেখা

কেবল এইটুকুতেই থেমে থাকছে না চিনসেদেশের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়ে দিয়েছে, এই বছরের মধ্যেই আরও একটি চন্দ্রাভিযান চালাবে তারাসেই মিশনের নাম চ্যাং-ই ৫সেই মিশনের লক্ষ্য, চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে যাওয়াএর পর ২০২০-তে মঙ্গলে অভিযান করবে তারা, তাও জানানো হয়েছে


শেয়ার করুন

0 facebook: