![]() |
ছবিঃ সংগৃহীত |
স্বদেশবার্তা ডেস্কঃ লালমনিরহাটের মোঘলহাটসহ দেশের সকল বন্ধ রেল লাইনগুলো সংস্কার করে দ্রুত চালু করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শুক্রবার (২২ মার্চ) সকালে লালমনিরহাট রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, চলতি বছর ২০০ ও আগামী বছর আরও সাড়ে ৫০০ আধুনিক কোচ ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব কোচ সংযোজন হলে রেলওয়েতে অব্যবস্থাপনা থাকবে না। রেলের অব্যবস্থাপনা সনাক্ত করতে পরিদর্শন শুরু হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মিটার গেজ লাইনে ব্রডগেজ সংযোজন করে ডুয়েল গেজ করা হচ্ছে। যাতে দুই ধরণের ট্রেন চালানো যায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত ও আধুনিক করতে রেলকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। বন্ধ থাকা সকল রেল লাইন চালু করা হবে।
সাংবাদিকদের সাথে রসিকতা করে মন্ত্রী বলেন, এতদিন রেলমন্ত্রী পূর্বাঞ্চলে ছিল, এখন পশ্চিম অঞ্চলে এসেছে। তাই পশ্চিম অঞ্চলের অবহেলিত রেলের উন্নয়ন করা হবে।
রেলমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টায় লালমনি এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাট রেলস্টেশনে এসে পৌঁছান।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: