স্বদেশবার্তা ডেস্কঃ উপজেলাপর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ আগামী অর্থবছরে ২০১৯-২০ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন ১৪টি বিনিয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আর এই প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। এসব প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রাখা হবে বলে পরিকল্পনা কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রস্তাবিত তালিকা অনুযায়ী, শ্রমশক্তি বিদেশে পাঠানোর আগে তাদের প্রশিক্ষিত করা হবে। আর এর জন্য দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আধুনিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে অর্ধশিক্ষিত যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরপূর্বক দারিদ্র্য বিমোচন করা। বিএমইটির অধীন ২৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শক্তিশালীকরণ ও আধুনিকায়নে ব্যয় হবে এক হাজার ৯০১ কোটি ২৯ লাখ টাকা।
আর উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৬৬৪ কোটি ৮২ লাখ টাকা। এ ছাড়া ইকোনমিক অঞ্চলভিত্তিক ৩৮টি উপজেলায় ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। যাতে ব্যয় হবে এক হাজার ৪৫০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।
প্রকল্পগুলো হলো, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বাংলাদেশ-জাপান ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সেন্টার, প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ সহায়তা প্রদান, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন, ৭০৫ কোটি টাকা ব্যয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন, ২১৩ কোটি টাকা ব্যয়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য সচেতনতা বৃদ্ধি, বিদেশগামী কর্মীদের জন্য প্রাক বহির্গমন প্রশিক্ষণ শক্তিশালী করা, কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ।
0 facebook: