গতকাল (রোববার) আল-দায়েন নৌ ঘাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জিম মালয়।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, নতুন এ নৌ ঘাঁটি ছয় লাখ ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। এ ঘাঁটি থেকে কাতারের সমস্ত পানিসীমা ও সীমান্ত পোস্টের নিরাপত্তা দেয়া সম্ভব হবে। অত্যাধুনিক একটি সমুদ্রবন্দরও রয়েছে এ ঘাঁটির মধ্যে।
অনুষ্ঠানে মার্কিন ৫ম নৌবহরের কমান্ডার মালয় বলেন, “কাতারের উপকূল রক্ষীদের সঙ্গে আরো জোরালোভাবে কাজ করার ক্ষেত্রে নতুন এ ঘাঁটিতে আমাদের জন্য চমৎকার সব সুযোগ সুবিধা থাকবে।” এ ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ঘাঁটি সমুদ্রপথের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে এবং আমরা তার ওপরই গুরুত্ব দিচ্ছি।”
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: