15 July 2019

সৌদি-আমেরিকার মহড়ার মধ্যে বৃহত্তম নৌ ঘাঁটির উদ্বোধন করল কাতার


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সঙ্গে মারাত্মক উত্তেজনার মধ্যে কাতার তার বৃহত্তম নৌ ঘাঁটির উদ্বোধন করেছে। সৌদি আরব এবং আমেরিকা যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন দোহা এই পদক্ষেপ নিল। কাতারে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।

গতকাল (রোববার) আল-দায়েন নৌ ঘাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জিম মালয়।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, নতুন এ নৌ ঘাঁটি ছয় লাখ ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। এ ঘাঁটি থেকে কাতারের সমস্ত পানিসীমা ও সীমান্ত পোস্টের নিরাপত্তা দেয়া সম্ভব হবে। অত্যাধুনিক একটি সমুদ্রবন্দরও রয়েছে এ ঘাঁটির মধ্যে।

অনুষ্ঠানে মার্কিন ৫ম নৌবহরের কমান্ডার মালয় বলেন, “কাতারের উপকূল রক্ষীদের সঙ্গে আরো জোরালোভাবে কাজ করার ক্ষেত্রে নতুন এ ঘাঁটিতে আমাদের জন্য চমৎকার সব সুযোগ সুবিধা থাকবে।” এ ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ঘাঁটি সমুদ্রপথের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে এবং আমরা তার ওপরই গুরুত্ব দিচ্ছি।”


শেয়ার করুন

0 facebook: