07 August 2019

কাশ্মীরে শান্তির জন্য অবৈধ দখলদার ভারতের সাথে আলোচনা করবেন এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক।। কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধীয় জম্মু ও কাশ্মীর অঞ্চলের উদ্বেগজনক ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক।

মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত তুরস্কের ১১তম রাষ্ট্রদূত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর ইয়েনি শাফাকের।

এরদোগান বলেন, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে ফলপ্রসূ কথা হয়েছে। আঙ্কারা ওই অঞ্চলের উত্তেজনা নিরসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলবে।

১৯৪৭ সালে দেশ ভাগের সময় ওই অঞ্চলটি স্বায়ত্তশাসিত হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ছিল। গত সোমবার মুসলমান অধ্যুষিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। ফলে সেখানে সংঘাত ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা সংশোধনের ফলে বিষয়টি পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে ত্রিমুখী বিরোধ শুরু হয়।

ইতিমধ্যে লাদাখ অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে পাল্টা-পাল্টি হুশিয়ারি দেয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কাশ্মীরের জনগণের পক্ষে সমর্থন জানিয়েছেন।

হিমালয় অঞ্চলটি পাকিস্তান ও ভারতের অংশে রয়েছে। তবে দেশ দুটি সম্পূর্ণ কাশ্মীর তাদের বলে দাবি করে আসছে।

১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে হওয়া তিনটি যুদ্ধে কাশ্মীর দুদেশের মধ্যে ভাগ হয়ে যায়। এর মধ্যে দুটি যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে।

কাশ্মীরের অধিকাংশ জনসংখ্যা মুসলমান হওয়ায় বেশিরভাগ জনগণ চাইছেন হয় স্বাধীন কাশ্মীর অথবা পাকিস্তান অংশে যোগ দিতে।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত সংঘাতে কয়েক লাখ কাশ্মীরি শহীদ হয়েছেন।


শেয়ার করুন

0 facebook: