![]() |
স্টাফ রিপোর্টার।। প্রথমবারের মতো ঢালিউডের একটি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করবে বলিউড তারকা সানি লিওনি। এক ভিডিওবার্তায় শাপলা মিডিয়ার 'বিক্ষোভ' চলচ্চিত্রে পারফর্ম করার কথা নিশ্চিত করেছে এই পর্ণস্টার ও বলিউডের অভিনেত্রী।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামক অনালাইন নিউজ পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেছে।
মুম্বাই থেকে সেলিম জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবে সানি লিওনি। গানটির নৃত্য পরিচালনা করবে ভারতের বব ও পাবন।
ছবিটি পরিচালনা করছে শামীম আহমেদ রনী; ইতোমধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টেপাধ্যায়।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় ছবিটির শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শ্রাবন্তীর। তবে তার নায়ক হিসেবে কে থাকছে তা এখনও নিশ্চিত জানায়নি পরিচালক।
নিরাপদ সড়কের আন্দোলনকে উপজীব্য করে শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছে দেলোয়ার হোসেন দিল। এতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় করছে।
0 facebook: