23 August 2019

উগ্রপন্থী হিন্দুদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ৩ জনকে পরপারে পাঠালেন আসলাম

মুহম্মদ আসলাম
আন্তর্জাতিক ডেস্ক।। আসলামকে লিঞ্চিং করে হত্যার চেষ্টা করেছিল এমন তিন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে হত্যার কথা ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আসলামের বাবা মুসলিম মিরর নামে ইংরেজি এক নিউজ পোর্টালকে জানান, ২৩ বছর বয়সী আসলাম মোটর মেকানিক। দুই ভাইয়ের মধ্যে আসলাম বড়। মধ্যপ্রদেশের অশোক নগর জেলার মাঙ্গাভালির বাসিন্দা।

ঈদুল আযহার একদিন পূর্বে আসলাম ঈদ উদযাপন করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মামার বাড়ি যান। ঈদ শেষে মামারবাড়ি থেকে বাড়ি ফেরার পূর্বে তার মামাতো ভাই বোন ও বাচ্চাকাচ্চাদের নিয়ে নিকটস্থ রাজঘাট বাঁধে বাজার করতে যান আসলাম। সেখানে জনাকয়েক অসামাজিক ছেলে তার সঙ্গে থাকা মামাতো বোনের দিকে তাকিয়ে আপত্তিকর মন্তব্য করে। আসলাম তার প্রতিবাদ করলে তারা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। বাজার থেকে ফিরে আসলাম খাওয়া-দাওয়া করতে বসলে সেই সময় চারজন যুবক বাড়িতে গিয়ে আসলাম কে ও বাড়ির সকল সদস্যকে হেনস্থা করে। সেই সময় আসলামের খালাড় হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে নিষ্পত্তি হয়।

আসলাম তৎক্ষণাৎ মামার বাড়ি ছেড়ে বাইপাস রোডে বাসের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে সে অটোতে উঠে পড়ে।  অটো গ্রাম ছেড়ে বাইরে আসতেই দুটি বাইক নিয়ে চারজন ছেলে অটো থামাতে বলে। কিছু বুঝার আগেই তারা আসলাম কে পিটাতে শুরু করে আসলাম তাদের কাছে ক্ষমা চাইলেও তারা আসলামের কথায় কর্নপাত করেনি বরং তাকে হত্যা করার জন্য আক্রমণ করে বসে। অবস্থা বেগতিক দেখে আসলাম নিজের সাথে পশু কোরবানি করার যে উপকরণ নিয়ে এসেছিলেন তা দিয়েই আত্মরক্ষার চেষ্টা করেন। এরপর ঘটনার পুরো দৃশ্য উল্টে যায়। আসলামের পাল্টা আক্রমণে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এবং তৃতীয় জন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অপরজন সেখান থেকে পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হয়।

এরকম দৃশ্য প্রতিনিয়ত দেশে ঘটে চলেছে। দলিত ও মুসলিমদের উপর একের পর এক হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে উগ্র সন্ত্রাসীরা। তাদের কাছে প্রাণভিক্ষা চেয়েও কেউ ক্ষমা পাচ্ছে না।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে হাজার হাজার হিন্দু জমা হতে থাকে। হিন্দুদের ভীড়ের মধ্যে থেকে কিছু লোক আসলামকে মেরে ফেলার হুমকি দিলে সেই সময় আসলাম চেঁচিয়ে বলেন কেউ যদি তার মায়ের বুক খালি করতে চায় তাহলে সে যেনো আমার শরীরে হাত লাগাতে আসে, আমি তাকে শ্মশানে পাঠিয়ে দেব। আসলামের কথা শুনে ভীড়ের মধ্যে থাকা হাজারো হিন্দুর মধ্যে থেকে কেউ তাকে ছোঁয়ার সাহস পর্যন্ত করেনি। পালিয়ে না গিয়ে বিরের বেশে সেখানে দাঁড়িয়ে থাকেন আসলাম, পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আসলাম কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


শেয়ার করুন

0 facebook: