আন্তর্জাতিক
ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় বাংলাদেশে আসতে
পারছেন না নাস। ফলে বাংলাদেশসহ পাকিস্তান, আরব আমিরাত ও
ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে যেন বিশেষ ব্যবস্থাপনায় এসব দেশে ভ্রমণ করার
অনুমতি দেওয়া হয়। তিনি এসব দেশকে বিশ্বে তুলে ধরতে চান। এক মিনিটের একটি ভিডিও
বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
হয়ে পড়েছে।
মূলত বাংলাদেশে
আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করতে বাংলাদেশে আসার জন্য
আগ্রহ প্রকাশ করেছেন ইসরায়েলের জনপ্রিয় এই মুসলিম ইউটিউবার।
নাস বিভিন্ন
মুসলিম দেশ নিয়ে ভিডিও তৈরি করে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ভেরিফাইড
ফেসবুক পেইজে ২০ লাখ ফ্যান আর ৪০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তার ইউটিউব চ্যানেল ও
ফেসবুক পেইজের নাম ‘নাস ডেইলি’।
নাস এক মিনিটের
ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি
প্রামাণ্যচিত্র তৈরিতে আমার বেশ আগ্রহ ছিল। কিন্তু আমি এটা মিস করেছি। আমি বাংলাদেশ, পাকিস্তান
ও আরব আমিরাত সম্পর্কে অনেক কথা শুনেছি। আমি এসব দেশকে নিজ চোখে দেখতে চাই এবং
ভিডিও তৈরি করে বিশ্বকে জানাতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার এসব ভিডিওতে কোনো
রাজনৈতিক উপাদান স্থান পাবে না। যদি ইসরায়েলি পাসপোর্টে আমার এসব দেশে প্রবেশ সম্ভব
না হয় তাহলে আমার জন্য অস্থায়ী পাসপোর্ট
চালু করা হোক।’
তিনি আরও বলেন,
আমি
একজন মুসলিম কিন্তু ইসরায়েলে জন্ম গ্রহণ করেছি। আমার ইসরায়েলি পাসপোর্ট। আপনারা
ইসরায়েলকে ভালবাসেন আর ঘৃণা করেন এ পাসপোর্ট আমাকে বিশ্বের ১৪৫টি দেশে প্রবেশের অনুমোদন
দেয়। কিন্তু ১৫টি দেশে এ পাসপোর্টের কোনো মূল্যায়ণ নেই। এতে আপনাদের কিছু যায় আসে
না। তবে প্রিয় দেশ ইরান, বাংলাদেশ, পাকিস্তান,
ব্রুনাই
ও আরব আমিরাতের প্রতি প্রত্যাশা, আপনারা আমাকে ভিসা আবেদনে ছাড় দিবেন।
আমাকে একজন ইসরায়েলি কিংবা ফিলিস্তিনি বিবেচনা করবেন না। আমাকে শুধু একজন ‘নাস’
হিসেবে
দেখবেন। সূত্রঃ ডেইলি পাকিস্তান উর্দু ও নাসের ফেসবুক পেইজ থেকে।
তবে নাসের শেষ
উক্তি “আমাকে শুধু একজন ‘নাস’ হিসেবে দেখবেন” এর
যায়গায় “হতে পারি আমি একজন ইসরায়েলি মুসলিম বা ফিলিস্তিনের ইহুদি, এটা না ভেবে একজন
মুসলিম, আপনাদের ভাই হিসেবে আমাকে ভ্রমনের সুযোগ দিন” হলে ভালো হতো
বলে অনেকে মন্তব্য করেছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: