15 February 2018

গায়ে আগুন লাগিয়ে ধর্ষণ থেকে বাচাঁর চেষ্টা কিশোরীর


স্বদেশবার্তা ডেস্কঃ ধর্ষনের ঘটনা ভারতে নিত্যদিনের জীবনের অংশ হয়ে দাড়িয়েছে। অনেক সময় ধর্ষণের পর হত্যার মত ঘটনাও ঘটছে হরহামেশাই। তবে এবার ধর্ষণের পর নয়, বরং নিজের ইজ্জত বাঁচাতেই মৃত্যুকে বেছে দিতে চেয়েছিলেন ১৩ বছর বয়সী এক কিশোরী। ভারতের বেনজিতে ঐ কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করতে আসে এক যুবক। আর তাই নিজেকে বাঁচাতে গায়ে কেরোশিন দিয়ে আগুন জালিয়ে দেন কিশোরী।

না, মৃত্যু হয়নি তার। ৫০ শতাংশ দাহ নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মধ্যপ্রদেশের এক হাসপাতালে। রাজ্যের রাজগড় জেলার এই ঘটনায় তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ।

রাজধানী ভোপাল থেকে ১১৫ কিমি দূরে সুস্তানি গ্রামের মেয়েটি আক্রান্ত হয় গত শনিবার। বাড়িতে ঢুকে আসে ওই যুবক। আচমকাই এগিয়ে আসে। নিশ্চিত ধর্ষণের শিকার হবে বুঝতে পেরেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মেয়েটি অগ্নিদগ্ধ হয়ে রাজগড় জেলা হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা বেশ সঙ্কটজনক।


শেয়ার করুন

0 facebook: