03 March 2019

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে।  ইতিমধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে বন্যায় ডু্বে গেছে অন্তত দুই হাজার বাড়ি।

গতকাল শনিবার জাতিসংঘের মানবিকা সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা-ওসিএইচএ এই তথ্য জানায়।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুক্রবার কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে।  এখনও শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশে স্কুল, মসজিদ ও সরকারি ভবনসহ শতশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্দাহারের নিরাপদ জায়গায় আনা হয়েছে।

জাতিসংঘের সংস্থাটি জানায়, যাযাবর কোচি সম্প্রদায়ের প্রায় ৫০০ লোক নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছেন। তাদের জরুরি সহায়তা দরকার।

দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পাহাড়ি রাস্তা, ভারী তুষারপাত ও যোগাযোগ ব্যবস্থার অভাবে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে ব্যাঘাত ঘটছে। সূত্রঃ রয়টার্স


শেয়ার করুন

0 facebook: