![]() |
ছবিঃ সংগৃহীত |
জানা গেছে, একই সঙ্গে পৃথিবীর আলো দেখা এই নবজাতকের মা সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে লক্ষ্মীপুরে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। গৃহবধূ নাজমা আক্তার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কৃষক রাজু আহমদের স্ত্রী।
হাসপাতাল সূত্রে ও নবজাতদের স্বজনরা জানান, শক্রবার বিকেলে গৃহবধূ নাজমা আক্তারের প্রসব ব্যথা উঠলে শহরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১০টার সময় কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই ৪টি মেয়ে ও ৩টি ছেলে প্রসব করেন।
সিটি হসপিটালের প্রোপ্রাইটর ডাক্তার রাকিবুল আহসান জানান, ৫ মাস অন্ত:স্বত্ত্বা কারণে জন্মের ২ ঘণ্টার মধ্যে নবজাতক শিশুরা মারা যায়, তবে তাদের মা সুস্থ আছেন।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
জেলা সংবাদ
0 facebook: