15 July 2019

যশোরে বাঁশতলায় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ, শাড়ি, চায়া ও ব্লাউজের অংশ বিশেষ উদ্ধার


স্বদেশবার্তা ডেস্কঃ যশোরের মনিরামপুর উপজেলায় পলিথিন মোড়ানো অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার খাল বাঁটবিলা গ্রামের একটি বাঁশতলা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাড়ি, চায়া ও ব্লাউজের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান মিন্টু জানান, এদিন সকাল সাড়ে ৭টার দিকে চন্দন শীল নামে এক স্কুল পড়ুয়া ছাত্র প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়কের পাশে বাঁশ বাগানে পলিথিন মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক বলেন, অপরিপক্ক নবজাতকের লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা লাশ ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে বলেও তিনি জানান।


শেয়ার করুন

0 facebook: