বিবিসি''র সাংবাদিক জয়নাব বাদাভি\'কে সাক্ষাৎকার দিচ্ছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ |
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ না চাইলেও তার প্রশাসনে তাকে ঘিরে থাকা লোকগুলো যুদ্ধের জন্য পীপাসার্ত ও পাগলপ্রায় হয়ে উঠেছেন। কিন্তু শেষ পর্যন্ত এসব লোক সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান কেন পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনায় বসতে রাজি নয়- বিবিসির সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জারিফ বলেন, তার দেশ আলোচনার টেবিল ত্যাগ করেনি বরং আমেরিকাই আলোচনা থেকে উঠে চলে গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ কেবল তখনই আলোচনায় বসবে যখন পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অবমাননামুলক চাপ প্রয়োগের মুখে ইরান আলোচনায় বসতে রাজি নয় বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, মার্কিন নিউজ চ্যানেল এনবিসি’কে দেয়া আলাদা সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ওপর হামলা চালানোর ব্যাপারে শত্রু দেশকে সতর্ক করে দিয়ে বলেন, ইতিহাসে ইরানি জনগণ কখনো তাদের দেশের ওপর আগ্রাসন পরিচালনাকারীকে সহজে ছেড়ে দেয়নি। একই ঘটনার পুনরাবৃত্তিকারীও রেহাই পাবে না। তথ্যঃ ফাষ্টটুডে
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: