24 July 2019

মিথ্যা মামলায় দীর্ঘ ২৩ বছর জেলে থাকার পর ৬ মুসলিম নাগরিককে মুক্তি দিল ভারতের আদালত

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ২২মে, ১৯৯৬ দৌসা বাস বিস্ফোরণ মামলায় ৬ মুসলিমকে মুক্তি দিল রাজস্তান হাই কোর্ট। এই ৬ ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরণে ষড়যন্ত্রের কোনও প্রমাণ খাড়া করতে না পারায় তাঁদের মুক্তি দিল আদালত। দৌসা জেলায় বাসে বিস্ফোরণে ১৪ যাত্রীর মৃত্যু হয়। ৩৯ জন আহত হন।
২৩ বছর কারারুদ্ধ

এই ৬ ব্যক্তি ২৩ বছর বিনা জামিনে কারাগারে বন্দি। তাঁরা ২০১৪ সালে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন। তারপর যাবজ্জীবন কারদণ্ড হয়।

যে ৬ জন মুক্তি পেলেন, তাঁরা হলেন, জম্মু কাশ্মীরের ডোডা জেলার জাভেদ খান, আবদুল ঘানি। লতিফ আহমেদ, মুহম্মদ আলি ভাট, নীরজা নিসার হুসেন। এঁরা শ্রীনগরের বাসিন্দা। এছাড়া আগ্রার বাসিন্দা রাইস বিয়াগ।

বিচারপতি সাবিনা এবং গোবরধন ভারদারের ডিভিশন বেঞ্চ ডাক্তার আবদুল আহমেদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। বিস্ফোরণের দায়ে পাপ্পুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল।

কে ফিরিয়ে দেবে হারানো বছরগুলো

এত বছর পর যে পৃথিবীতে আমরা পা রাখতে চলেছে, সে সম্পর্কে কোনও ধারণা নেই। আক্ষেপের সঙ্গে বললেন ঘানি। বিয়াগ বলেন, আমরা ছাড়া পেলাম ঠিকই, তবে কে ফিরিয়ে দেবে হারানো দিনগুলো। আমরা অনেক পরিজনকে এর মধ্যে হারিয়েছি।


শেয়ার করুন

0 facebook: