![]() |
ছবিঃ সংগৃহীত |
২৩ বছর কারারুদ্ধ
এই ৬ ব্যক্তি ২৩ বছর বিনা জামিনে কারাগারে বন্দি। তাঁরা ২০১৪ সালে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন। তারপর যাবজ্জীবন কারদণ্ড হয়।
যে ৬ জন মুক্তি পেলেন, তাঁরা হলেন, জম্মু কাশ্মীরের ডোডা জেলার জাভেদ খান, আবদুল ঘানি। লতিফ আহমেদ, মুহম্মদ আলি ভাট, নীরজা নিসার হুসেন। এঁরা শ্রীনগরের বাসিন্দা। এছাড়া আগ্রার বাসিন্দা রাইস বিয়াগ।
বিচারপতি সাবিনা এবং গোবরধন ভারদারের ডিভিশন বেঞ্চ ডাক্তার আবদুল আহমেদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। বিস্ফোরণের দায়ে পাপ্পুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল।
কে ফিরিয়ে দেবে হারানো বছরগুলো
এত বছর পর যে পৃথিবীতে আমরা পা রাখতে চলেছে, সে সম্পর্কে কোনও ধারণা নেই। আক্ষেপের সঙ্গে বললেন ঘানি। বিয়াগ বলেন, আমরা ছাড়া পেলাম ঠিকই, তবে কে ফিরিয়ে দেবে হারানো দিনগুলো। আমরা অনেক পরিজনকে এর মধ্যে হারিয়েছি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
0 facebook: