24 July 2019

ছেলেধরা গুজব ছড়ানোর হোতা হিন্দু যুবক বেনু রায় অধিকারি বিনয় আটক

বেনু রায় অধিকারি বিনয়। ফাইল ছবি
স্টাফ রিপোর্টার॥ ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে এবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের বেনু রায় অধিকারি বিনয় নামের এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।

বধুবার সকালে ওই ছাত্রকে তার বাড়ি থেকে আটক করা হয়। বিনয় দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও লেহেম্বা গ্রামের ডিগেন্দ্র নাথের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ জুলাই ছেলেধরার সময় হাতেনাতে ধরা পড়ে এবং অজ্ঞাত ব্যক্তিটি ছেলের গলা কাটার সময় জনগণের কাছে ধরা পড়ে। এমন একটি মিথ্যা তথ্য ফেসবুকে পোস্ট করে বিনয়। এতে এলাকায় ও সারা দেশে ব্যপক আতংক ছড়িয়ে পড়ে। এ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তবে বিনয় এখন বলছে, দুষ্টামির জন্য সে এই কাজটি করেছে

রাণীশংকৈল থানা ওসি আবদুল মান্নান বলেন, ওই ছাত্রকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগের দিন গুজব ছড়ানোর অভিযোগে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।


শেয়ার করুন

0 facebook: