মিয়ানমারের সেনাবাহিনী। ফাইল ফটো |
আন্তর্জাতিক ডেস্ক।। উত্তর রাখাইনের দুর্গম মিনবায়া ও মারুক অঞ্চলে আরাকান আর্মি'র অবস্থানে হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। দুটি সামরিক হেলিকপ্টার ও গোলন্দাজ বাহিনী এই হামলায় অংশ নেয়।
বৃহস্পতিবার (আগস্ট) ও শুক্রবার দুই দিন ধরে ওই হামলা চালানো হয় বলে সেনাবাহিনীর বরাতে জানায় দেশটির সংবাদ মাধ্যম ইরাবতি। তবে আরাকান আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলার পাল্টা জবাবে মিয়ানমার সেনাবাহিনীর ৫০ জন সেনা সদস্য নিহত হয়েছে।
আরাকান আর্মির দাবি করা হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় সংবাদ মাধ্যমটি।
আর হতাহতের সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। দু'পক্ষের লড়াইয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে অন্তত তিনটি গ্রামের বাসিন্দা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
মিয়ানমার
0 facebook: