28 January 2018

বন্দুকধারী সন্ত্রাসির গুলিতে ব্রাজিলের নাইট ক্লাবে নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্কঃ এবিসি নিউজের খবরে বলা হয়েছে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যারিনা ক্যাস্টেলা ফুটবল স্টেডিয়ামের পাশে একটি নাইট ক্লাবে বন্দুকধারী সন্ত্রাসির গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করে এবিসি নিউজকে বলেন, বন্দুকধারী ব্যক্তিটি জোর করে নাইট ক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

যে স্টেডিয়ামের পাশে এ হামলা হয়েছে সেটিতে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি।


শেয়ার করুন

0 facebook: