![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায়
শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে পুলিশি নির্যাতন ও গ্রেফতার আতংকে আহত বিএনপি নেতাকর্মীরা
হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন। আহতরা হলেন, সংঘর্ষের সময় বিজয় টিভির জেলা
প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও
পৌর মেয়র জি কে গউছ, জেলা যুবদল সাধারণ সম্পাদক
মিয়া মো. ইলিয়াছ, ছাত্রদল সভাপতি এমদাদু হক
ইমরান, সহসভাপতি জিল্লুর রহমান, নূরুল হক, ইছা মিয়া, বাদশা মিয়া, আলী, আল আমিন, রাসেল, শাওন, সৈয়দ আশরাফ, মাহবুব, মুর্শেদ আলম সাজন, মোশাহিদ, খালেদ, হান্নান, জিবলু, জুয়েল ও এমরানের পরিচয় পাওয়া
গেছে। গ্রেফতার আতংকে অন্য আহতরা
হাসপাতালে ভর্তি হননি। তবে তারা গোপনে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে
চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। ঘটনার পর থেকে শায়েস্তানগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ
রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির
সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে
নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা আসেন। কোনো উত্তেজনা বা উসকানি ছিল না। বিগত দিনেও প্রতিটি কর্মসূচিই শান্তিপূর্ণভাবে
হবিগঞ্জে পালিত হয়ে আসছে। কিন্তু নেতাকর্মীরা সকালে যখন দলীয় কার্যালয়ে জড়ো হচ্ছিলেন তখনই হঠাৎ পুলিশ
আক্রমণ চালায়। নেতাকর্মীদের ওপর গুলি ছুড়তে
থাকে। এতে অন্তত ২০০ নেতাকর্মী আহত
হয়েছেন। তাদের বেশির ভাগই গুলিবিদ্ধ। এখন চিকিৎসা নেয়ারও সুযোগ দিচ্ছে
না। নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান
শুরু করেছে। জি কে গউছ অভিযোগ করে জানান,
হামলার সময় এক পুলিশ কর্মকর্তা তাকে ক্রসফায়ার দেয়ার হুমকি
দিয়েছেন।
সদর থানার ওসি
ইয়াছিনুল হক জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক
জি কে গউছের নেতৃত্বে একটি মিছিল আসে। তারা এসেই পুলিশকে ঠেলা ধাক্কা দেয় এবং ঔদ্ধত্য আচরণ শুরু
করে। তখন পুলিশের পক্ষ থেকে বারবার
রাস্তায় না আসতে বলা হয়। কিন্তু তারা শোনেনি। দলবল নিয়ে রাস্তা এসে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে
৫৪ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলায় এসআই মুসলেহ উদ্দিনসহ ৩ পুলিশ
সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
রাজনীতি
0 facebook: