নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরা পাড়া গ্রামের বাসিন্দা মুহম্মদ আব্দুল কাদির মিয়া নিয়মিত পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন ১২৫ বছর বয়সে খালি চোখে চশমা ছাড়াই। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিয়মিত পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করার কারণেই আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তি অক্ষুন্ন রেখেছেন। বয়সের ভারে কাহিল হলেও চোঁখের দৃষ্টি শক্তি এখনো আগের মতই আছে।
তার জন্ম ১৮৯৩ সালে। চশমা ছাড়াই কোরআন তিলাওয়াত করতে পারেন তিনি। তবে বর্তমানে বয়সের ভাড়ে চলাফেরা করতে না পারলেও দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ও পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত জারি আছে।
১৯১৮ সালে চান্দিনার একই ইউনিয়ন মহিচাইল গ্রামের মৃত হাছান আলী মুহুরির মেয়ে বানু বেগমের সাথে তার বিয়ে হয়। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে মুহম্মদ কাশেম মারা গেছেন।
জামিরা পাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুহম্মদ আবুল হাসেম সাহেব বলেন আমার বাবা নিয়মিত নামাজ ও পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন। এখন বয়স হয়েছে বিছানায় শুয়ে নামাজ পড়েন। পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে বসতে পারেন না। তাই মাঝে মাঝে শুয়ে বালিশের উপর রেখে বা কেউ ওনার সামনে কোরআন ধরলে শুয়ে শুয়ে কোরআন পাঠ করেন।
তিনি বলেন, আমার বাবা যৌবন বয়স থেকে ওয়াজ মাহফিলের ভক্ত ছিলেন। যেখানেই ওয়াজ মাহফিলের কথা শোনতেন পাঁয়ে হেঁটে ৫০/৬০ কিলোমিটার দূরে গিয়ে মাহফিল শুনে বাড়িতে ফিরে আসতেন।
আব্দুল কাদির মিয়াকে প্রশ্ন করলে, তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে জানান। “আমি অনেক ভালো আছি। এখনো খালি চোখে পড়তে পারি। সবসময় আল্লাকে স্মরণ করি ও পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করি।”
খবর বিভাগঃ
ধর্ম ও জীবন
বিভাগীয় সংবাদ
0 facebook: