28 July 2019

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী সংশ্লিষ্টতার অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ৩৩ বছর।

দেলোয়ার হোসেন বাংলাদেশে জন্ম নিলেও পরে মার্কিন নাগরিকত্ব পান বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে ম্যানহাটনের আদালতে তোলা হয়। পরে জামিন নামঞ্জুর করে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের সাজা হতে পারে।

দেলোয়ার মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য তালেবান সন্ত্রাসীদের দলে যোগ দিতে দেশ ছাড়তে চাচ্ছিলেন। তিনি থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে, সেখান থেকে তার লক্ষ্য ছিল আফগানিস্তানে যাওয়া।

এ ঘটনার পর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন প্রবাসীরা।
একই অভিযোগে গত মাসে আশিকুল আলম নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। তারও আগে গ্রেফতার করা হয় নাফিস ও আকায়েদউল্লাহকে।


শেয়ার করুন

0 facebook: