আন্তর্জাতিক ডেস্কঃ জমিয়তে
উলামায়ে হিন্দ ও এস আই ও এর দাবি মেনে রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এর ছবি প্রকাশের জন্য ক্ষমা চাইলেন শিশু বিকাশ পাবলিকেশনের প্রকাশক নীতিশ বিশ্বাস।
তিনি টিডিএন বাংলাকে বলেন,
“আমরা ক্ষমা প্রার্থী। এটা ভুল বসত হয়েছে। আমরা এই বই বাজেয়াপ্ত
করেছি। সব বই বাজার থেকে তুলে নেওয়া হবে।”
দ্বিতীয়
শ্রেণীর ‘মানব
সভ্যতার ইতিহাস’ এর
১৫ নম্বর পাঠের ‘হযরত
মুহম্মদ’ এ
যে ছবি দেওয়া হয়েছে তা নিয়ে মুসলিম সমাজের মধ্যে আপত্তি ওঠে। এরপর মঙ্গলবার কলেজ স্ট্রিটে
প্রকাশকের সাথে দেখা করেন জমিয়তে উলামায়ে হিন্দ ও এস আই ও এর এক প্রতিনিধি দল। ওই সংগঠনের
নেতারা বলেছেন, ইসলাম
শান্তির কথা বলে। সেই জন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য বলা হয়েছে। এদিন
সন্ধ্যায় জমিয়তে উলামায়ে হিন্দের অফিসে একটি বৈঠক করেন ওই পাবলিকেশনস’র কর্তৃপক্ষ।
এই সভায় সিদ্ধান্ত হয়, বাজার
থেকে সমস্ত বই তুলে নেওয়া হবে।
কর্তৃপক্ষ
এই ঘটনার জন্য ক্ষমা চান। এস আই ও এর গণসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ টিডিএন বাংলাকে
বলেন, “পাবলিকেশন
কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নিয়েছেন। সুতরাং ক্ষমা সুন্দর পৃথিবীতে ক্ষমা করে দেওয়া উচিত।
আসলে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হয়। মানুষ মাত্রই ভুল হয়, আর প্রতিটি
মানুষের উচিত ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া। এটাই ইসলামের শিক্ষা।”
কলেজ
স্ট্রিটে কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের দাওয়াত বিভাগের
সম্পাদক মুহাম্মদ তাহেরুদ্দিন,
এস আই ও এর অফিস সেক্রেটারি আজম হোসেন। অন্যদিকে জমিয়তে উলামায়ে
হিন্দের অফিসের আলোচনায় অংশ নিয়েছিলেন শিশু বিকাশ পাবলিকেশনের প্রকাশক নীতিশ দাস, বিআইপিটির
সেক্রেটারি নাসিম আলি, লেখক হেলাল উদ্দিন, জমিয়তে উলামায়ে হিন্দের অফিস সেক্রেটারি
সাবির আলি ছাড়াও প্রকাশনীর চার প্রতিনিধি।
মূল সূত্রঃ
টিডিএন বাংলা, কলকাতা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: