09 March 2019

তুরস্কে কুকুর দ্বারা কথিত আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি দমন

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ইস্তানবুলে কথিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মিছিলে টিয়ার গ্যাস ও কুকুর দিয়ে কর্মসূচিকে পণ্ড করে দিয়েছে ইস্তানবুল পুলিশ।

শুক্রবার ইস্তানবুল নগরীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হাজার হাজার নারীদের নিয়ে আয়োজিত ওই মিছিল পণ্ড করে দেয় পুলিশ। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, ইস্তানবুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় ওই নারীরা। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়। এসময় পুলিশ কথিত নারীবাদিদের থামিয়ে দেয়ার চেষ্টা করলে নারিরা উগ্র আচরণ করলে পরিস্থিতি সহিংসতায় মোড় নেয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে।


এরপর সমবেতদের তাড়িয়ে দিতে তাদের পেছনে ডগ স্কোয়াডের কুকুর ছেড়ে দেয়া হয়। এতে ভয় পেয়ে বিক্ষোভে অংশ নেয়া অনেক নারীবাদিরা আশেপাশে ছুটে পালায়। এসময় অনেক নারীরা স্লোগান দেয়, 'আমরা শান্ত হবো না, আমরা ভীত নয়।' আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের ঠিক আগ মুহূর্তে তা নস্যাত করে দেয়।


শেয়ার করুন

0 facebook: