স্বদেশবার্তা
ডেস্কঃ গত কয়েকদিন আগে ফেসবুকে “পবিত্র কুরআন শরীফ” অবমাননা করে ছবি
পোস্ট দেওয়ার অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা’র
হাসান উল ইসলাম (২৯)।
গতকাল বৃহস্পতিবার
বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তার
জবানবন্দি গ্রহণ করেছেন।
পাঁচ দিনের
রিমান্ড শেষে হাসান উল ইসলামকে এদিন আদালতে হাজির করে পুলিশ। হাসান আদালতকে জানান,
নেশাগ্রস্ত
অবস্থায় ভুল করে তিনি পবিত্র কুরআন শরীফকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ফতুল্লার পূর্ব
দেলপাড়া এলাকার মজিবুর রহমান ওরফে মাছ মজিবুরের ছেলে হাসান উল ইসলাম সম্প্রতি তার
নামে থাকা ফেসবুক আইডিতে কোরআন শরীফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করে। এতে ছবিটি
ফেসবুকে ভাইরাল হয়ে উঠে। এনিয়ে ফতুল্লায় তোলপাড় সৃষ্টি হয়। পরে শুক্রবার দুপুরে
পবিত্র জুমুয়া’র নামাজের পর স্থানীয় মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ করে।
এলাকায়
উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর সোনারগাঁওয়ের মেঘনা এলাকা থেকে হাসান উল
ইসলামকে গ্রেফতার করা হয়।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: