29 November 2018

ফুরফুরা শরীফে দাদা সিদ্দিকী হুজুরের হাসপাতাল ভবনের অবস্থা সঙ্কটজনক



নিজস্ব সংবাদদাতাঃ ভারতে অবস্থিত ফুরফুরা শরীফ। স্বাধীনতার পরে সেখানে প্রথম গ্রামীণ হাসপাতাল ফুরফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি মেমোরিয়াল হসপিটাল। দাদা হুজুরের নামাঙ্কিত এই হাসপাতাল ভবনের বর্তমান অবস্থা সঙ্কটজনক। স্বাস্থ্য পরিষেবা নেই বললেই চলে।

বাংলার অন্যতম মুসলিম যিয়ারতের স্থান ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী এই হাসপাতালটিকে সংস্কারের দাবি তুললেন মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা জনাব ত্বহা সিদ্দিকী। তিনি এক বিবৃতিতে বলেন প্রতিদিন ফুরফুরা শরীফে হাজার হাজার মানুষের আগমন ঘটে, এলাকায় ও বহু মানুষের বাস কিন্তু এই হাসপাতালের অবস্থা শোচনীয়, স্বাস্থ্য পরিষেবা তলানিতে। তিনি আক্ষেপ করে বলেন সংখ্যালঘু এলাকা বলে এত অনীহা সরকারের। কেন এই অনীহা? কেন এই অবহেলা?

তিনি বলেন ফুরফুরা শরীফের এলাকাবাসীদের কথা চিন্তা করে এবং বাংলা যিয়ারতপ্রার্থীদের সুবিধার্থে অতি শীঘ্রই রাজ্য স্বাস্থ্য বিভাগ এই হাসপাতালের অবস্থা উন্নতির জন্য ৩০ বেডের ২৪ ঘন্টা সার্ভিস যুক্ত হাসপাতালের দাবি জানাই।


শেয়ার করুন

0 facebook: