আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানরা ক্ষমতা গ্রহণ করলে নারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন শের মোহাম্মাদ আব্বাস স্টানিকজাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবানের নেতৃত্ব দিচ্ছেন এই নেতা।
রাশিয়ার মস্কোতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমরা শরিয়াহ ও আফগান সংস্কৃতির ভিত্তিতে নারীদের সব স্বাধীনতাই দিতে প্রস্তুত। শের মোহাম্মাদ আব্বাস স্টানিকজাই বলেন, নারীরা স্কুল,কলেজ ও ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। তারা চাকরিতেও অংশ নেবে। এসব ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। খবর- দি এক্সপ্রেস নিউজ।
স্টানিকজাই বলেন, আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পন্থা। তালেবান অস্ত্রের শক্তিতে পুরো দেশ দখল করতে চায় না, কারণ এতে আফগানিস্তানে ‘শান্তি’ আসবে না। ১৯৯০ সালে আফগানিস্তানে যখন অন্যান্য দলগুলোর সঙ্গে আমাদের সশস্ত্র যুদ্ধ হয়েছিল, তখনই আমরা উপলদ্ধি করতে পেরেছি যে, পরস্পর আলোচনার মাধ্যমেই সমস্যা নিরসন সম্ভব।
স্টানিকজাই আরো বলেন, যুদ্ধের চেয়ে শান্তি আনা অনেক কঠিন। আমরা মনে করি ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আমরা তার কাছে সেটিই প্রত্যাশা করি। তবে তিনি এও জানিয়ে দেন, দেশ থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবেন না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: