01 July 2018

ইসরাইলের বর্বর হামলায় নিহত ৩ ফিলিস্তিনি যুবক


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস ও রাফা উপত্যকায় ইসরাইলের সেনাবাহিনী দুজন ফিলিস্তিনীকে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার ইসরাইলি সেনারা মুসাব আইমান নামে ১৩ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুকে মাথায় গুলি করে  হত্যা করেছে। একই সময়ে রাফা অঞ্চলে মুহাম্মাদ ফাউজি আল হামিদা নামে ২৪ বছর বয়সি আরেক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাইদার বলেন, ইসরাইলি সেনারা গাজার সীমান্তবর্তী খান ইউনুস শহরের কাছে শুক্রবার  মুহাম্মাদ ফাউজি আল হামিদা নামে ২৪ বছর বয়সি ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে। এছাড়া মুসাব আইমানের(১৩) মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একইদিন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ ফাউজি মুহাম্মাদকে গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

চলতি বছরের ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় নিজেদের ভুমি ফিরে পাওয়ার আন্দোলনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী সেনাদের নির্বিচার গুলিবর্ষণ ও হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ অন্তত ১৩৫ ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

এসময় বিক্ষোভকারীরা ১৯৪৮ সাল থেকে ইসরাইল কতৃক দখলকৃত তাদের ভূমি ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। গাজায় এক দশক ধরে চলমান অবরোধ তোলে নিয়ে তাদের গাজাবাসীদৈর মৌলিক অধিকার ফিরিয়ে দিতেও আন্দোলয় চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।


শেয়ার করুন

0 facebook: